অনন্যার কাছে ‘জেন জি’ পাঠ, ৮৩-তে এসে ‘ড্রিপ’ হলেন অমিতাভ!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫০: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ৮৩ বছর বয়সেও তিনি যে মনে-প্রাণে তরুণ এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ওস্তাদ, তা বুঝিয়ে দিলেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে। উপলক্ষ ছিল কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও অনন্যা পাণ্ডের (Ananya Pandey) নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-র প্রচার। সেখানেই নাতনির বয়সী অনন্যার কাছে নতুন প্রজন্মের ভাষা বা ‘জেন জি’ (Gen Z) স্ল্যাং শিখতে দেখা গেল বিগ বি-কে (Big-B)।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কেবিসি-র (KBC) এই বিশেষ পর্বের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে এক মজার দৃশ্য। অনন্যা পাণ্ডে অমিতাভকে বোঝাচ্ছেন আজকের প্রজন্মের হালফিলের ভাষা। ‘ওওটিডি’ (OOTD), ‘ড্রিপ’ (Drip), ‘নো ক্যাপ’ (No Cap)-এর মতো শব্দগুলোর মানে কী এবং কখন ব্যবহার করা হয়, তা ধৈর্য ধরে শুনলেন শাহেনশা।
কথপোকথনের এক পর্যায়ে অনন্যা অমিতাভকে ‘ড্রিপ’ বলে সম্বোধন করেন। অমিতাভ অবাক হয়ে এর অর্থ জানতে চাইলে অনন্যা বুঝিয়ে বলেন, জেন-জি রা কাউকে অত্যন্ত ফ্যাশনেবল বা ভীষণ ‘কুল’ বোঝাতে এই শব্দটি ব্যবহার করে। নিজের সম্পর্কে এমন ‘কমপ্লিমেন্ট’ শুনে কৌতূহল এবং আনন্দ দুই-ই প্রকাশ করেন বিগ বি।
তবে শুধু অনন্যাই (ananya panday) নন, মজার এই আড্ডায় পিছিয়ে ছিলেন না কার্তিক আরিয়ানও। তিনিও সুযোগ বুঝে বিগ বি-র ‘হাঁড়ির খবর’ বের করতে সচেষ্ট হন। অমিতাভকে সরাসরি জিজ্ঞেস করে বসেন, “স্যার, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড কি জয়া ম্যাম জানেন?” কার্তিকের এমন প্রশ্নে রীতিমতো চমকে ওঠেন অমিতাভ। এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ‘ভীত’ হয়ে উত্তর দেন, “পাগল নাকি? এটা কেউ ওকে বলে?”
অমিতাভের এই অকপট উত্তরে হাসির রোল ওঠে দর্শকমহলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিশেষ পর্বের ঝলক। ৮৩ বছরে এসেও অমিতাভ বচ্চন যে নিজেকে সময়ের সঙ্গে কতটা আপ-টু-ডেট রাখেন এবং নতুন কিছু শেখার আগ্রহ যে তাঁর বিন্দুমাত্র কমেনি, তা দেখে মুগ্ধ নেটিজেনরা।