বিদায়! IPL-এ আর দেখা যাবে না রাসেল-ঝড়, তিনি ফিরবেন নয়া ভূমিকায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২০: আইপিএল (IPL) থেকে অবসর ঘোষণা করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। আর বাইশ গজে নামবেন না তিনি। তবে IPL-এ থেকে যাবেন তিনি। আগামী মরশুমে KKR-র ডাগ আউটে থাকবেন তিনি। জানা গিয়েছে, সাপোর্ট স্টাফ হিসাবে নাইট শিবিরে যোগ দিতে চলেছেন তিনি।
আজ, রবিবার সমাজ মাধ্যমে রাসেল লেখেন, “IPL-এ আর খেলব না। ১২ বছরে বহু স্মৃতি জমে রয়েছে। KKR পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।” তিনি ঘোষণা করে দিয়েছেন, আগামী মরশুমে KKR-র সাপোর্ট স্টাফে তিনি যোগ দেবেন। তিনি বলেন, “সবচেয়ে ভালো ব্যাপার হল, আমি আমার পরিবার ছাড়ছি না। কেকেআরেই নতুন ভূমিকায় আমাকে দেখা যাবে। পাওয়ার কোচ হিসাবে।”
নাইটদের রিটেনশন তালিকায় রাসেলের নাম না-দেখে অনেকে অবাক হয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তিনি জিতিয়েছেন বহু ম্যাচ। তিনবার জিতেছেন আইপিএল। সেই রাসেলকে নাইট জার্সিতে দেখা যাবে না, দুঃখ পেয়েছিলেন অনুরাগীরা। দুঃখ লাঘব হতে চলেছে। আইপিএলে কোনও দলের হয়েই খেলবেন না রাসেল। নাইটদের সাপোর্ট স্টাফ হিসাবে দলের সঙ্গে থাকবেন তিনি।
ক্যারাবিয়ান অলরাউন্ডার চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। গত মরশুমে রাসেলকে ১২ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ১৩টি ম্যাচে করেছিলেন মাত্র ১৬৭ রান। সর্বোচ্চ রান অপরাজিত ৫৭। ইনজুরির সমস্যা ছিল। নিজের সেরা ফর্মের ধারকাছে না-থাকায় সম্ভবত রাসেল এমন সিদ্ধান্ত নিলেন। রাসেলকে পাওয়ার কোচ হিসাবে নিযুক্ত করছে টিম ম্যানেজমেন্ট।