অঙ্গনওয়াড়ি, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নজরদারি চালাতে উদ্যোগী রাজ্য সরকার
গত সপ্তাহের ছুটির মধ্যেও তিনি এন্টালিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। কাজকর্ম ঠিকমতো হচ্ছে কি না, তার খোঁজ নেন।

কোভিড পরিস্থিতিতে (Corona Situation) গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অঙ্গনওয়াড়ি (Anganwari) এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা। তাই এবার সেখানকার কাজকর্মে নিয়মিত নজরদারি চালাতে উদ্যোগী হল রাজ্য সরকার। নিয়মিত পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে বিডিও, এসডিও এবং জেলাশাসকদের। ইতিমধ্যে সেকাজ শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। গত সপ্তাহের ছুটির মধ্যেও তিনি এন্টালিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। কাজকর্ম ঠিকমতো হচ্ছে কি না, তার খোঁজ নেন।
একইরকমভাবে ডিএম, এসডিও, বিডিওদের তা করার নির্দেশ গিয়েছে জেলায় জেলায়। গ্রামে গ্রামে গিয়ে পরিদর্শন শুরু হলে কাজের গতি বাড়বে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে ওইসব কেন্দ্র থেকে সাধারণ মানুষ আরও ভালো পরিষেবা পাবেন। পাশাপাশি, শিশুদের পুষ্টিকর খাবার বণ্টন ঠিকমতো হচ্ছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখতে পারবেন বিডিও-এসডিওরা।