দুর্ঘটনায় গুরুতর আহত অনিন্দ্য চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

নেটমাধ্যমে ‘মায়া’ ছবির ‘আলি’ জানিয়েছেন, দুর্ঘটনায় টিস্যু ছিঁড়ে গিয়েছে তাঁর।

August 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বৃহস্পতিবার পার্ক সার্কাস সংলগ্ন বাইপাসে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। অভিনেতার ইনস্টাগ্রাম বলছে, প্রতিদিনের মতো এ দিনও তিনি সাইকেল নিয়ে শরীরচর্চায় বেরিয়েছিলেন। আচমকা পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। ছিটকে যায় সাইকেল। এর পরেই অনিন্দ্যকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। নেটমাধ্যমে ‘মায়া’ ছবির ‘আলি’ জানিয়েছেন, দুর্ঘটনায় টিস্যু ছিঁড়ে গিয়েছে তাঁর।

অনিন্দ্যের দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সবাইকে আশ্বস্ত করতে হাসপাতাল থেকে নিজের দুটো ছবি দিয়েছেন তিনি। লিখেছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টানা এক সপ্তাহ বিছানায় শুয়ে কাটাতে হবে তাঁকে। এর মধ্যেও রসিকতা করছেন অনিন্দ্য, ‘আমার সাইকেল ঠিক আছে। মাঝখান থেকে আমিই বিগড়ে গেলাম!’

শিলাদিত্য মৌলিকের ‘রেডিয়ো’ ছবিতে অভিনয়ের আগে শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর ছায়ায় তৈরি রাজর্ষি দে-র আগামী ছবিতে তিনি অভিনয় করেছেন ‘আলি’-র ভূমিকায়। রাফিয়াত রশিদ মিথিলা ‘মায়া’। সেই ছবির দু’টি স্থিরচিত্র কিছু দিন আগেই সামনে এনেছিলেন অনিন্দ্য। একটিতে তাঁর বাহু জড়িয়ে ঘনিষ্ঠ ‘মায়া’। সৃজিত-ঘরনির সঙ্গে প্রেম করছেন তা হলে? সেই সময় আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেছিলেন, ‘‘ছবিতে আমার সঙ্গে মায়ার বিশেষ সম্পর্ক দেখানো হবে। কী ভাবে ভালবাসা গড়ে উঠবে আলি-মায়ার মধ্যে, জানাবে ছবি।’’ পর্দার বাইরে তাঁদের রসায়ন কেমন? অনিন্দ্যর দাবি, বৌদি আর দেওরের মধ্যে যেমন মিষ্টি সম্পর্ক হওয়া উচিত, ঠিক তেমনটাই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen