‘কাগজ’ নিয়েই বিড়ম্বনা! SIR-র ‘ঝাড়াই-বাছাই’-এর ফাঁদে এবার খোদ অনির্বাণ

December 27, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: “আমাদের কাছে কাগজ আছে/ ভাই, এসআইআর কী বলছে?/ ঝাড়াই-বাছাই চলছে…”— মাসখানেক আগে মঞ্চ থেকে ব্যাঙ্গাত্মক সুরে এই গান গেয়েছিলেন তিনি। সেই গানের কথাই যে এমন অদ্ভুতভাবে বাস্তবে ফিরে আসবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ভাগ্যের পরিহাসে এবার এসআইআর (SIR)-এর ‘ঝাড়াই-বাছাই’-এর গেরোয় পড়লেন খোদ অনির্বাণই। খবর সূত্রে জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকায় (Voter list 2002) নাম নেই অভিনেতার পরিবারের। এই জটিলতার কারণেই শুনানিতে সশরীরে হাজিরা দিয়ে ‘কাগজ দেখানো’র ডাক পড়েছে তাঁর।

সদ্য রাজ্যজুড়ে SIR-র প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। কমিশন সূত্রে খবর, এই প্রক্রিয়ার এনিউমারেশন ফর্মে (enumeration form) ২০০২ সালের সঙ্গে কোনও যোগসূত্র স্থাপন করতে পারেননি অনির্বাণ। কারণ, সেসময়কার ভোটার তালিকায় অনির্বাণের মা-বাবা কিংবা ঠাকুমা-দাদু, কারও নামই খুঁজে পাওয়া যায়নি। যদিও ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর বাবা-মায়ের নাম রয়েছে। কিন্তু চলতি বছরের জুলাই মাসে অভিনেতার পিতৃবিয়োগ ঘটায় এবং ২০০২-এর নথির অভাবে বিষয়টি জটিল আকার ধারণ করেছে।

মেদিনীপুরের শরৎপল্লীর ভূমিপুত্র অনির্বাণ কর্মসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন। মা ও বোনকে নিয়ে গড়িয়াতে থাকলেও, তিনি এখনও মেদিনীপুরের ভোটার। নির্বাচন কমিশন সূত্রে খবর, মেদিনীপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ২৯৯ নম্বর বুথের ভোটার তিনি। কিন্তু ২০০২ সালের তথ্যের গরমিল থাকায় তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছে।

এই প্রসঙ্গে অনির্বাণের জেঠু বিদ্যুৎ ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০০২ সালে তাঁর ভাই অর্থাৎ অনির্বাণের বাবা প্রদ্যুৎ ভট্টাচার্য কেন ভোটার তালিকায় নাম তোলেননি, তা তাঁর অজানা। এছাড়া অভিনেতার দাদু-ঠাকুমা আগেই প্রয়াত হওয়ায় সেই তালিকা থেকে স্বাভাবিকভাবেই তাঁদের নাম বাদ গিয়েছিল। তিনি বলেন, “এলাকার তিনটি বুথে ঘুরেও সেসময়ের তালিকায় ভাইয়ের নাম পাইনি। তখন নিয়মকানুন এত জটিল ছিল না। তবে এবারের তালিকায় যাতে অনির্বাণ ও পরিবারের সকলের নাম থাকে, তা নিয়ে বিএলও-র সঙ্গে কথা হয়েছে।”

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, বিষয়টি তাঁর জেঠু দেখভাল করছেন। ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে, তাই শুনানিতে ডাক পেলে তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজিরা দেবেন। অন্যদিকে বিদ্যুৎবাবু জানান, অনির্বাণের পাসপোর্ট-সহ একাধিক বৈধ নথি রয়েছে। কমিশন যা চাইবে, তা পেশ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen