‘তুমি মস্তি করবে জানি’র পর নতুন গান, এবার কাদের নিশানা করল অনির্বাণদের ‘হুলিগানিজম’?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪০: বকুলতলায় তলার ভিড় জমিয়ে গোটা বাংলাকে মাতিয়ে দিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যদের গানের দল ‘হুলিগানিজম’। তারপর তাঁদের গান ‘তুমি মস্তি করবে জানি’ সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে সপ্তাহ দু’য়েক আগে। সেই গানে একাধিক নেতাকে বিদ্রুপ করা হয়েছে। গানের কলিতে এবার সরাসরি ‘চটিচাটা’ বলে তীব্র কটাক্ষ করলেন অভিনেতা-গায়ক অনির্বাণের গানের দল। কাকে বললেন চটিচাটা? সশ্লেষে তীর ছুঁড়লেন কাদের দিকে? ফেসবুক বিপ্লবীদের খোঁচা দিলেন, কারা এই ফেসবুক বিপ্লবী?
পুজোর আগে গানে গানে বোমা ফাটিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ব্যান্ড স্টর্ম’-এ পারফর্ম করে অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য, শুভদীপ গুহদের গানের দল ‘হুলিগানিজম’। সেখানে তাঁদের গান ‘তুমি মস্তি করবে জানি’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এক দল প্রশংসায় পঞ্চমুখ! রাজ্যের তিনটি প্রধান দলের ৩ নেতাকে নিয়ে গান! অন্যদিকে ছিল বিরোধিতা। আক্রমণ।
তিন ঘোষকে নিয়ে গান বাঁধার পর অনির্বাণরা সমাজমাধ্যমে নানা কথা শুনেছেন। দাগিয়ে দেওয়া হয়েছে নানা অভিযোগে, হয়েছে সমালোচনাও। ফেসবুকের বিপ্লবীদের তরফে খোঁচা খেয়ে এবার অনির্বাণরা গাইলেন, ‘সবাই করল মস্তি/সবার মুখে জাতীয় ভাষায় খিস্তি’। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পছন্দ মতো প্রোপাগান্ডামূলক খবর না করায় মিডিয়াকে চটিচাটা বলে কটাক্ষ করেছিলেন। অনির্বাণরা তাই তুলে আনলেন গানে। ‘…আমরা হবো বিপ্লবী/আর সবাই চটিচাটা…’ বিপ্লবী কারা? চটিচাটারা বা কারা? মূলত বামেরা তাঁদের ফেসবুকে নিশানা করেছিলেন। বামেদেরই কি জবাব দিলেন অনির্বাণরা?