ফের বড়পর্দায় ফিরছে একেন, এবারের অভিযান ‘রুদ্ধশ্বাস রাজস্থান’

নির্মাতারা জানালেন একেন বাবুর আগামী ছবির কথা। পাশাপাশি একেন অনির্বাণ নিজেও সেই কথা অনুরাগীদের জানালেন।

October 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বইয়ের পাতা থেকে মোবাইলের স্ক্রিনে উঠে এসে সকলের হৃদয় জিতেছিলেন একেন্দ্র সেন (Ekenbabu)। ওয়েব সিরিজের চূড়ান্ত সাফল্যের পর চলতি বছরের এপ্রিলে প্রথম বার বড় পর্দায় এসেছিলেন একেন, প্রমথ এবং বাপি। দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিল, একেন অ্যান্ড কোম্পানির দার্জিলিং অভিযান। মজাদার গোয়ান্দাকে আপন করে নিয়েছিল বাঙালি দর্শককূল। পরবর্তী ছবি কবে আসবে, তা নিয়ে তৈরি হয়েছিল আগ্রহ। সোমবারের সকালে সেই ঘোষণাই এল।​

নির্মাতারা জানালেন একেন বাবুর আগামী ছবির কথা। পাশাপাশি একেন অনির্বাণ নিজেও সেই কথা অনুরাগীদের জানালেন।

দর্শকদের অপেক্ষার দিন শেষ, আগামী বছর ফিরছেন একেন বাবু। এবার তার অভিযান রাজস্থান। ছবির নাম ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’। জোধপুর এবং জয়সলমেরে ছবির শ্যুটিং শুরু হবে। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে এবারেও থাকছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। রজতাভ দত্ত এবং সন্দীপ্তা সেনকে ছবিতে দেখা যাবে। ১ ডিসেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen