জিটিএ প্রধান হিসাবে কাজ শুরু করলেন অনীত থাপা

লালকুঠি যাওয়ার সময় গোটা রাস্তাতেই সাধারণ মানুষ অনীতকে খাদা পরিয়ে শুভেচ্ছা জানান।

July 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ হিসাবে কাজ শুরু করলেন অনীত থাপা (Anit Thapa)। শুক্রবার জিটিএ-র ভারপ্রাপ্ত প্রশাসক তথা দার্জিলিংয়ের জেলা শাসক এস পন্নামবলমকে নিয়ে লালকুঠিতে গিয়ে দায়িত্ব বুঝে নেন অনীত। লালকুঠি যাওয়ার সময় গোটা রাস্তাতেই সাধারণ মানুষ অনীতকে খাদা পরিয়ে শুভেচ্ছা জানান।

লালকুঠিতে পৌঁছে চিফ এগজিকিউটিভের অফিসে গিয়ে বসেন অনীত। সেখানে প্রথমে ভারপ্রাপ্ত প্রশাসক এস পন্নামবলম তাঁকে পুষ্পস্তবক এবং খাদা দিয়ে স্বাগত জানান। তার পরে সমস্ত সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

প্রসঙ্গত, জিটিএ’র শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার দার্জিলিংয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শপথ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর বুধবার নেপালি কবি ভানুভক্তের জন্মদিবসের অনুষ্ঠানেও যোগ দেন মমতা। জনসংযোগ করেন পাহাড়ের সাধারণ মানুষের সাথেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen