বঙ্গবিজেপির আরও এক বিধায়ক দল ছেড়ে তৃণমূলে! দেখুন ভিডিও

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি।

October 26, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক হরকালী প্রতিহার। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলো বাংলার গেরুয়া শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি।


২০২১ সালের বিধানসভা ভোটে ৭৭টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু যত দিন এগিয়েছে পদ্মশিবিরের বিধায়ক সংখ্যা কমতে শুরু করে। আজকের পর রাজ্যে বিজেপি’র বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৬৮-তে।

বিজেপি বিধায়কের দলে যোগদানের ছবি শেয়ার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায়।

নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার শান্তিপুর এবং দিনহাটা থেকে জয়ী হলেও বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে বহাল থাকেন। বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়ায় ৭৫-এ। তার পর শুরু হয় দলবদল। মুকুল রায়, বিশ্বজিৎ দাসরা তৃণমূলে ফিরে আসেন। বিজেপি বিধায়কদের মধ্যে শেষ দলত্যাগী ছিলেন সুমন কাঞ্জিলাল। তখন বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়ায় ৬৯-এ। আর আজ হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দেওয়ার ফলে সংখ্যাটা কমে হল ৬৮।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen