দিল্লির ৫টি স্কুলে ফের বোমা হামলার হুমকি, আতঙ্কে অভিভাবক ও পড়ুয়ারা

July 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: ফের বোমা হামলার হুমকি রাজধানী দিল্লিতে(Delhi)। বুধবার সকালে রাজধানীর পাঁচটি নামী স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়, যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে। গত তিন দিনে দিল্লির অন্তত ১০টি স্কুল ও কলেজে বোমা(Bomb) রাখা রয়েছে বলে ইমেল মারফত হুমকি এসেছে। বারবার এমন ঘটনার জেরে প্রবল উদ্বিগ্ন প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দ্বারকার সেন্ট থমাস স্কুল (Saint Thomas School) এবং বসন্ত ভ্যালি স্কুল-এর ইমেল ইনবক্সে আসে বোমা হামলার হুমকি। কিছু সময়ের মধ্যে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুল-এও একই ধরনের হুমকি মেল আসে বলে শোনা গিয়েছে। সবকটি স্কুলেই জানানো হয় যে ভবনের মধ্যে রাখা রয়েছে প্রাণঘাতী বিস্ফোরক— আরডিএক্স(RDX) বা আইইডি(IED)।

এই খবর পেয়েই তৎপর হয় দিল্লি পুলিশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞদের দল। ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তার স্বার্থে স্কুল চত্বরে শুরু হয় চিরুনি তল্লাশি। যদিও দীর্ঘ তল্লাশির পরও কোথাও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসনের একাংশের প্রাথমিক অনুমান, কেউ ইচ্ছাকৃতভাবে পুলিশ এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের ভুয়ো হুমকি পাঠাচ্ছে। তবে যেহেতু বিষয়টি ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও জনস্বার্থের সঙ্গে যুক্ত, তাই কোনও ঝুঁকি না নিয়েই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, এর আগে নেভি চিলড্রেন স্কুল, সিআরপিএফ স্কুল, সেন্ট স্টিফেনস কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল এও একই ধরনের হুমকি মেল এসেছিল। প্রতিটি ঘটনায় বলা হয়েছিল, স্কুলে বোমা রাখা আছে, যা যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে। ফলে আতঙ্কিত অভিভাবকরা ছুটে আসেন স্কুলে এবং প্রশাসনের কাছেও বাড়ে চাপ।

দিল্লির এক উচ্চপদস্থ পুলিশ কর্তা জানান, “এটি অত্যন্ত গুরুতর এবং স্পর্শকাতর বিষয়। কারা এই মেল পাঠাচ্ছে, তাদের খুঁজে বের করতে আমরা সাইবার ক্রাইম সেল-কে যুক্ত করেছি। আমরা প্রযুক্তিগতভাবে সমস্ত মেল ট্র্যাক করছি।”

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen