মমতার আরও এক প্রকল্পের অনুকরণ! বাংলার ‘মা ক্যান্টিন’কে হুবহু নকল BJP শাসিত দিল্লির সরকারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৩: মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগোচ্ছে দেশের একের পর এক রাজ্য। খয়রাতির রাজনীতি বলে আক্রমণ শানালেও সরকারি পরিষেবা তৃণমূলস্তরে পৌঁছে দিতে মমতার সরকারের জবাব নেই, অতি বড় বিরোধীও তা মানেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রায় সব প্রকল্পই অনুকরণ করেছে দেশের একাধিক রাজ্য সরকার এমনকি খোদ কেন্দ্র পর্যন্ত। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প ‘মা ক্যান্টিন’-র হুবহু নকল করল বিজেপি শাসিত দিল্লি সরকার।
বাংলার মতোই গরিব মানুষের জন্য দিল্লিতে রেখা গুপ্তার সরকার শুরু করছে ‘পাঁচ টাকায় পুরো থালি’র প্রকল্প। আগামী ২৫ ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে, শুরু হতে চলেছে ‘অটল ক্যান্টিন স্কিম’। মাত্র পাঁচ টাকায় খাবার সরবরাহ করা হবে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১০০টি স্থানে ক্যান্টিন খোলা হবে। শালিমার বাগ, রাজেন্দ্র নগর, রোহিণী, প্যাটেল নগর, বদরপুর এবং কারাওয়াল নগর-সহ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ক্যান্টিনগুলি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। দিনে দু’বার, সকাল এবং সন্ধ্যায় ৫০০ প্লেট খাবার পাওয়া যাবে।
উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা মা ক্যান্টিন প্রকল্পে পাঁচ টাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাত, ডাল, সবজি, ডিম পাওয়া যায়। মমতা মডেলের অনুকরণ নিয়ে, তৃণমূল কংগ্রেস X হ্যান্ডলে জানিয়েছে, ‘কন্ট্রোল+সি, কন্ট্রোল+ভি। এভরি মাস্টারপিস হ্যাজ আ চিপ কপি।’ অর্থাৎ মমতার প্রকল্পের ‘কপি পেস্ট’ বলে খোঁচা দিয়েছে বাংলার শাসক দল।