রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যু, জলপাইগুড়িতে আত্মঘাতী প্রৌঢ়

November 15, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৭: রাজ্যে থামছেই না SIR আতঙ্কে মৃত্যু মিছিল। জলপাইগুড়িতে (Jalpaiguri) আবারও এসআইআর আতঙ্কে মৃত্যু। সাতকুড়া এলাকার বাসিন্দা কমলা রায়, বয়স ৫৩, আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ চলার মধ্যেই এই ঘটনাটি সামনে আসে। পরিবার বলছে, বাংলাদেশ (Bangladesh) পাঠিয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কাই তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়।

পরিবারের সদস্যদের দাবি, কমলা রায়ের (Kamala Roy) নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। আধার, ভোটার কার্ডসহ সব বৈধ নথিও ছিল তাঁর কাছে। তবুও ভয় কাটছিল না। বাংলাদেশ সীমান্তের (Bangladesh border) খুব কাছে সাতকুড়া হওয়ায় এলাকায় উদ্বেগ আগেই চড়া ছিল। তার মধ্যেই নিজের ঘরেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি বলে অভিযোগ।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ও তৃণমূল (TMC) নেতৃত্ব বাড়িতে যান। তাঁদের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কমলা রায় চরম উদ্বেগে ভুগছিলেন। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই ভয়ই তাঁকে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে দাবি। কমলা রায়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

এর মাত্র একদিন আগেই আমবাড়ির কামারভিটায় একই আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন ভুবনচন্দ্র রায় নামে এক প্রৌঢ়। পরিবারের বাকিদের ফর্ম এলেও মেয়ের ফর্ম না আসায় দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। পরপর দুটি ঘটনায় জলপাইগুড়িতে আতঙ্ক আরও বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen