ফের আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়াল ২২০০, আহত প্রায় ৪০০০
ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু মানুষ। কাঁচা মাটির বাড়ি ও কাঠের নির্মাণ ভেঙে পড়ায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৭: পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে (Afghanistan Earthquake) মৃত্যু হয়েছে অন্তত ২,২১৭ জনের, আহত প্রায় ৪,০০০। গত সপ্তাহান্তে ৬.০ মাত্রার এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্ত সংলগ্ন কুনার প্রদেশ। বৃহস্পতিবার তালিবান সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে। উপ-সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত জানিয়েছেন, “উদ্ধারকাজ এখনও চলছে।”
ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু মানুষ। কাঁচা মাটির বাড়ি ও কাঠের নির্মাণ ভেঙে পড়ায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার নামাতে না পারায় তালিবান প্রশাসন কমান্ডোদের এয়ারড্রপ করে আহতদের সরিয়ে নিচ্ছে।
এরই মধ্যে বৃহস্পতিবার ফের কেঁপে উঠেছে আফগানিস্তান। ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ১৩৫ কিমি গভীরে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) জানিয়েছে, এই কম্পনের কেন্দ্র ছিল ৩৪.৩৮° উত্তর অক্ষাংশ এবং ৭০.৩৭° পূর্ব দ্রাঘিমাংশে।
আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় প্রায়শই এমন বিপর্যয়ের মুখে পড়ে। ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত বেশি।
মঙ্গলবারও ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে পূর্ব আফগানিস্তানে, আগের ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই ধারাবাহিক কম্পন আফগানিস্তানের চারটি প্রদেশে হাজার হাজার মানুষকে সরাসরি প্রভাবিত করেছে।
এদিকে, ভারত সরকার আফগানিস্তানে ২১ টন ত্রাণ পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, “ভারতের ভূমিকম্প সাহায্য কাবুলে পৌঁছেছে।” পাঠানো সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, স্বাস্থ্যসামগ্রী, জলের ট্যাঙ্ক, জেনারেটর এবং প্রয়োজনীয় ওষুধ।