বদলে গেল আরও এক মোঘল গার্ডেনের নাম, জানেন কোথায় সেটা?

বলা হচ্ছে, মোঘলদের তৈরি বাগানগুলির বৈশিষ্ট্য মূলত একইরকম। বাগানের ধারে ছোট খাল থাকে, সেখানে বছরভর জল সরবরাহ হয়। কৃত্রিম ঝরনাও থাকে।

January 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক মোঘল গার্ডেনের নাম বদলে ফেলা হয়েছে। এবার রাজধানী বুকে আরও এক মোঘল গার্ডেনের নাম বদলে গেল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে থাকা মোঘল গার্ডেনের নাম এবার বদলে ফেলা এমনকি। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের মোঘল গার্ডেনের নাম বদলে রাখা হল ‘গৌতম বুদ্ধ সেন্টেনারি’ গার্ডেন। তাদের বক্তব্য, এই বাগানটি নাকি একেবারেই মোঘলদের তৈরি বাগানের মতো দেখতে নয়। বলা হচ্ছে, মোঘলদের তৈরি বাগানগুলির বৈশিষ্ট্য মূলত একইরকম। বাগানের ধারে ছোট খাল থাকে, সেখানে বছরভর জল সরবরাহ হয়। কৃত্রিম ঝরনাও থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাগানে তেমন কোনও বৈশিষ্ট্যই নেই। তাই নাকি নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হল।

জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি নাম পরিবর্তনের প্রক্রিয়া শেষ হয়েছে। গার্ডেন কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এমন সিদ্ধান্ত নেওয়া এমনকি বলে জানানো হয়েছে। এও বলা হচ্ছে, এই বাগানের নাম বদলের সঙ্গে রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনের নাম পরিবর্তেনর কোনও সম্পর্ক নেই। ১৫ আগেই নাম বদলের প্রস্তাব ভাইস চান্সেলরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ২৭ তারিখ তা চূড়ান্ত হয়। একই সময় দুটি মোঘল গার্ডেনের নামবদলের ঘটনা নাকি কাকতালীয়। মার্চে আয়োজিত ফ্লাওয়ার শোয়ে আনুষ্ঠানিকভাবে গার্ডেনের নাম বদলের কথা ঘোষণা হতে পারে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen