আরও এক আত্মহত্যা! SIR-র আতঙ্কে বীরভূমে আত্মঘাতী পৌঢ়

October 30, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:৩০: বাংলায় শুরু হয়েছে SIR, আতঙ্কের গ্রাসে বাংলার জনগণ। দেশছাড়ার আশঙ্কা থেকে একের পর এক মানুষ আত্মঘাতী হচ্ছেন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই জানার পর থেকে আতঙ্কে ভুগছিলেন পশ্চিম মেদিনীপুরের প্রৌঢ় ক্ষীতিশ মজুমদার। বুধবার রাতে বীরভূমে মেয়ের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হল। মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযোগ, গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, “SIR আতঙ্কই কেড়ে নিল তাঁর প্রাণ। তিনি বারবার বলতেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই, তাহলে কি আবার বাংলাদেশে ফিরে যেতে হবে? এই আতঙ্কই তাঁকে মানসিকভাবে ভীষণভাবে কাবু করে দেয়।”

জানা গিয়েছে, ক্ষীতিশবাবুর পরিবার প্রায় ত্রিশ বছর আগে বাংলাদেশ থেকে এসে পশ্চিম মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভোটার তালিকায় নামও ছিল ৯৫ বছরের ক্ষীতিশবাবুর, ভোটও দিয়েছেন বহুবার। SIR শুরু আবহে আশেপাশের সকলের থেকে তিনি শুনতে পান, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না-থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে। এতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরিবারের দাবি, আতঙ্ক থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ক্ষীতিশ মজুমদার।

SIR আতঙ্কে ২ জনের মৃত্যুর খবর মিলল রাজ্যে। পানিহাটির বাসিন্দা প্রদীপ কর আত্মঘাতী হন মঙ্গলবার। বুধবার কোচবিহারে একজন আত্মহত্যার চেষ্টা করেন। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। বৃহস্পতিবার আরও একজন আত্মঘাতী হলেন। আম জনতার মনে ক্রমশ জাঁকিয়ে বসছে আতঙ্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen