আবার ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, বেলাইন শালিমার-সম্বলপুর এক্সপ্রেস

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। রেলের তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ নাগাদ সম্বলপুরগামী শালিমার-সম্বলপুর এক্সপ্রেস হঠাৎই লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। এখনও হতাহতের কোনও খবর নেই।

বিগত কয়েক বছরে একাধিক বড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশা। আজও ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়তেই বড় ক্ষতির আশঙ্কা করেছিলেন যাত্রীরা। আতঙ্কে বহু মানুষ চিৎকার করতে শুরু করেন। কী করে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই সঙ্গে সঙ্গে চালক ট্রেনটিকে থামিয়ে দেন। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনার পরই যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে বের করে আনা হয় এবং তাদের উদ্ধার করে সম্বলপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen