Goa Night Club Fire: খারিজ আগাম জামিন, দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন লুথরা ভাইয়েরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪০: গোয়ার নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই মালিক, সৌরভ লুথরা এবং গৌরব লুথরাকে বড় ধাক্কা দিল দিল্লির আদালত (Delhi Court)। খারিজ হয়ে গেল তাঁদের আগাম জামিনের আবেদন। থাইল্যান্ডের ফুকেতে ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই ভাইকে। আদালতের এই নির্দেশের ফলে দেশে ফিরলেই তাঁদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠল।
নৈশক্লাবে আগুন লাগার ঘটনার পরেই দেশ ছেড়ে থাইল্যান্ডে (Thailand) পাড়ি দিয়েছিলেন লুথরা ভাইয়েরা। বৃহস্পতিবার সেখানে স্থানীয় প্রশাসনের হাতে তাঁরা আটক হন। তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে গোয়া পুলিশ (Goa Police)। এই পরিস্থিতির মাঝেই গ্রেপ্তার এড়াতে আইনজীবীর মাধ্যমে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।
আদালতে লুথরা ভাইদের আইনজীবী যুক্তি দেন, তাঁর মক্কেলরা ব্যবসায়ী, কোনো ৫ হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতি করে পালাননি। নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনাটিকে ‘গাফিলতি’ হিসেবে উল্লেখ করে আইনজীবী দাবি করেন, এটি কোনওভাবেই খুনের ঘটনা নয়। অথচ পুলিশ ইচ্ছাকৃতভাবে এতে ফৌজদারি ধারা যুক্ত করেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সমাজমাধ্যমে দুই ভাইকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং কোনো নোটিস ছাড়াই গোয়ায় তাঁদের সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
যদিও বিচারক এই যুক্তিতে কর্ণপাত করেননি। জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী আদালতে জানান, দুই ভাই থাইল্যান্ডে নতুন ব্যবসা খোলার পরিকল্পনা করছিলেন এবং তদন্ত এড়াতে দেশ ছেড়েছেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।
পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনার দিন সৌরভ ও গৌরব দিল্লিতেই ছিলেন। রবিবার ভোর ৫টায় ইন্ডিগোর বিমানে তাঁরা ফুকেতে পালিয়ে যান। তাঁদের খোঁজ মিলতেই গোয়া পুলিশ সিবিআইয়ের মাধ্যমে ইন্টারপোলের দ্বারস্থ হয়। ইন্টারপোল তাঁদের বিরুদ্ধে ‘ব্লু কর্নার নোটিস’ জারি করার পর বৃহস্পতিবার ফুকেত পুলিশ তাঁদের আটক করে।
গোয়া সরকারের অনুরোধে কেন্দ্র সরকার বুধবার রাতেই সৌরভ ও গৌরবের পাসপোর্ট সাময়িকভাবে বাতিল করে দিয়েছে। ফলে থাইল্যান্ড থেকে অন্য কোনও দেশে পালিয়ে যাওয়ার পথ তাঁদের বন্ধ। গোয়া পুলিশের একটি দল ইতিমধ্যেই থাইল্যান্ডে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের ভারতে আনলেই পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।