কোচবিহারে আর্ন্তজাতিক পুতুল নাট্য দিবস উদযাপন হল
এদিন বিকেলে খাগড়াবাড়ি এলাকায় শোভাযাত্রা বের করা হয়।
March 22, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার কোচবিহারের খাগড়াবাড়ির নাট্য সঙ্ঘ মঞ্চে আর্ন্তজাতিক পুতুল নাট্য দিবস উদযাপন হয়েছে। জেমিনির পুতুল নাচ ও যুব তীর্থ ক্লাব ও পাঠাগারের উদ্যোগে কোচবিহারে পুতুল নাট্য উৎসবের আয়োজন করেছিল। সহিষ্ণুতা, সম্প্রীতি ও শান্তির বার্তা দেওয়া হয়েছে এই পুতুল নাট্য উৎসবের মাধ্যমে। জেমিনির পুতুল নাচ ও সাত মাইলের একটি দল এখানে দু’টি পুতুল নাটক মঞ্চস্থ করে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এদিন বিকেলে খাগড়াবাড়ি এলাকায় শোভাযাত্রা বের করা হয়।