আঁটপুরে ২০০ বছরের পুরনো পুজো দেখতে আজও ভিড় জমায় মানুষ

দুর্গা দালানে প্রবেশ করলে দেখা যায় প্রাচীনকালের শালের খুঁটি এখনও রয়েছে। ছাউনি টিনের। পুরনো দিনের নকশায় অপূর্ব দুর্গামন্দির

September 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাঙ্গিপাড়া ব্লকের আঁটপুরে বিখ্যাত শল্য চিকিৎসক কালিপদ দাসের বাড়িতে প্রায় ২০০ বছরের পুরনো দুর্গাপুজো দেখতে আজও ভিড় জমে। দুর্গা দালানে প্রবেশ করলে দেখা যায় প্রাচীনকালের শালের খুঁটি এখনও রয়েছে। ছাউনি টিনের। পুরনো দিনের নকশায় অপূর্ব দুর্গামন্দির। দেখে মন ভরে যায় সকলের।

পুজোর সূচনা করেছিলেন হরিহর দাস ও নিবারণচন্দ্র দাস। ‌রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবীর পদস্পর্শে ধন্য আঁটপুর গ্রাম। এই গ্রামের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে এটি অন্যতম। দাস বাড়ির পুজো নামেই পরিচিত এই পুজো। শল্য চিকিৎসক কালিপদ দাসকে স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগ অংশ ভুলে গেলেও চিকিৎসা জগতে আজও তিনি স্মরণীয়। জন্মাষ্টমীর দিন মাটি তুলে শুরু হয় দেবীমূর্তি তৈরির কাজ। একসময় মহালয়ার আগে থেকে চণ্ডীপাঠ শুরু হতো। কালক্রমে প্রথার পরিবর্তন হয়েছে।

২০০ বছরের পুরনো এই পুজোয় প্রতিমার কাঠামো কখনও পরিবর্তন হয় না। এখানে দেবীর অভয়া মূর্তি। দুই হাত। একহাতে পদ্ম অন্য হাতে আশীর্বাদ করছেন। মহিষাসুর নেই। আগে এই বাড়িতে বলি প্রথার প্রচলন ছিল। প্রায় ৫৫ বছর আগে আমার পিতা নারায়ণপদ দাস বলি প্রথা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপর থেকে ছাঁচি কুমড়ো বলি হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen