নির্বাচন কমিশনকে আবার ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ অনুব্রতর
মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তবেই বাংলা বাঁচবে বলেও মন্তব্য করেন অনুব্রত। তাঁর বক্তব্য, ‘‘অন্ধ ধৃতরাষ্ট্র বসে রয়েছে। দুবরাজপুরবাসীকে বলছি, ভুল করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা ভাল থাকবে।’’

প্রকাশ্যে নির্বাচন কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে মন্তব্য করেছিলেন। তার জেরে শো-কজও পেয়েছেন। তার পরেও নিজের অবস্থানে অনড় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubarata Mondal)। ফের প্রচারে বেরিয়ে কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করলেন অনুব্রত। যদিও সরাসরি কমিশনের নাম নেননি তিনি। সেই সঙ্গে এ বার তাঁর নিশানায় কেন্দ্রীয় বাহিনীও। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনী আসলে কেন্দ্রের বিজেপি সরকারের। তাই তাদের নির্দেশেই কাজ করছে বাহিনী।
শনিবার দুবরাজপুরে দলের প্রার্থী দেবব্রত সাহার হয়ে প্রচারে নামেন অনুব্রত। সেখানেই কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনকে (Election Commission) একহাত নেন তিনি। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ঢুকতে দিচ্ছে না বলে যে অভিযোগ উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে, তা নিয়ে প্রতিক্রিয়া চাইলে অনুব্রত বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী বিজেপি সরকারের।’’ কমিশনের ভূমিকা নিয়ে বলেন, ‘‘অন্ধ ধৃতরাষ্ট্র বসে রয়েছে। তা-ও বলছি ৪৫টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে ৪০টিতেই জিতছি আমরা।’’
মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তবেই বাংলা বাঁচবে বলেও মন্তব্য করেন অনুব্রত। তাঁর বক্তব্য, ‘‘অন্ধ ধৃতরাষ্ট্র বসে রয়েছে। দুবরাজপুরবাসীকে বলছি, ভুল করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা ভাল থাকবে।’’