BJP ছাড়ছেন অনুপম হাজরা? দেখুন তিনি কী বললেন LIVE-এ
তার “ভুল” মন্তব্যের কারণে বঙ্গ বিজেপিতে দেখা দিয়েছে নানা জটিলতা।
January 16, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তার “ভুল” মন্তব্যের কারণে বঙ্গ বিজেপিতে দেখা দিয়েছে নানা জটিলতা। এর মধ্যে, বিজেপি নেতা অনুপম হাজরা তার সোশ্যাল মিডিয়া পোস্টের সাথে আবারও একটি বিতর্ক সৃষ্টি করেছেন। তবে এবার ইঙ্গিত দিচ্ছেন তিনি লোকসভা নির্বাচনের আগে গেরুয়া ব্রিগেড ছেড়ে যেতে পারেন।
অনুপম হাজরা সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিওর মাধ্যমে আবারও বিজেপিকে “চোর” এবং “অসৎ” ব্যক্তিদের দ্বারা জর্জরিত একটি দল বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, এখন যারা দলে আছেন তারা বৈষম্য ও অন্যায়ের মুখে নীরবতা পালন করছেন কারণ তাদের জীবিকা নির্বাহের অন্য কোন উপায় নেই এবং তারা শুধুমাত্র রাজনীতির মাধ্যমে উপার্জন করতে পারে।