যীশুর বর্ষবরণ পার্টিতে অনুপমের কণ্ঠে ‘আমি সেই মানুষটা আর নেই’, দেখুন ভিডিও

বছরের শেষদিনে নিজেদের মতো করে উদযাপন করলেন টলিউড তারকারা।

January 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
যীশুর বর্ষবরণ পার্টিতে অনুপমের কণ্ঠে ‘আমি সেই মানুষটা আর নেই’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছরের শেষদিনে নিজেদের মতো করে উদযাপন করলেন টলিউড তারকারা। যীশু সেনগুপ্তর বর্ষবরণের পার্টি ‘আমি সেই মানুষটা আর নেই’ গানে গানে মাতিয়ে রাখলেন অনুপম। ৩১শে ডিসেম্বর রাতে যীশুর বাড়িতে হাজির হয়েছিলেন গায়ক। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও পৌঁছেছিলেন সেই পার্টিতে।

গিটার হাতে দশম অবতার ছবির সুপারহিট গান ‘আমি সেই মানুষটা আর নেই’ গাইলেন অনুপম। উলটো দিকে বসে যীশু ক্ল্যাপবক্স বাজাচ্ছিলেন। পাশে বসে সেই গান শুনছিলেন যীশু ঘরণী নীলাঞ্জনা। পাশেই দাঁড়িয়েছিলেন সৌরভ দাস, দর্শনা বণিক, রাহুল মজুমদাররা। যা ক্যামেরাবন্দি করেছেন সৃজিত।

অনুপমের টি-শার্টেও বড়বড় হরফে লেখা ছিল, ‘আমি সেই মানুষটা আর নেই। ছবি শেয়ার করে অনুপম লিখেছেন-‘ভাই, এটা ছিল ২০২৩! আগামী বছর আবার দেখা হবে।’ সঙ্গে ট্যাগ করেছেন সৃজিতকে। আগামী বছরেও সৃজিত-অনুপম জুটি নতুন কিছু নিয়ে আসবেন, সেই ইঙ্গিতই হয়ত দিয়ে রাখলেন অনুপম। নতুন বছরে ‘টেক্কা’র কাজ শুরু করবেন সৃজিত। দেব-স্বস্তিকা-রুক্মিণী অভিনীত ছবিতেও সুরকারের দায়িত্ব সামলাবেন অনুপম রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen