কুরুক্ষেত্রে কৃষ্ণ কি সৃজিত? পার্টিতে জামাল কুদু’র সুরে জমজমাট আর কে?

কিছু দিন আগেই যিশুর বাড়িতে বর্ষবরণের পার্টিতে সৃজিতকে দেখা গিয়েছিল অনুপমের সঙ্গেও।

January 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জামাল কুদু’র সুরে পা মেলালেন সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। হইচইয়ের বর্ষবরণের পার্টিতে বৃহস্পতিবার স্বস্তিকাকে দেখা গেল তাঁর দুই প্রাক্তনের সঙ্গে। একই সঙ্গে ছবি তুললেন, আড্ডাও দিলেন। পার্টিতে ‘অ্যানিম্যাল’ ছবির ‘জামাল কুদু’ গান চলতেই মাথায় মদের গ্লাস নিয়ে সৃজিত নাচলেন। একই ফ্রেমে এলেন পরম। সৃজিতের মাথা থেকে গ্লাস নিয়ে দিলেন চুমুক। তখনই হাজির হন স্বস্তিকা। সৃজিত নেচেছেন যিশু সেনগুপ্তর সঙ্গেও, নাচে-গানে হইচইয়ের পার্টি একেবারে জমজমাট।

কিছু দিন আগেই যিশুর বাড়িতে বর্ষবরণের পার্টিতে সৃজিতকে দেখা গিয়েছিল অনুপমের সঙ্গেও।
প্রসঙ্গত, দেবকে সঙ্গে নিয়ে নতুন এক ছবিতে করছেন সৃজিত। ছবির নাম ‘টেক্কা’। জানা যাচ্ছে, এই ছবিতে বহু বছর পর জুটি বাঁধছেন পরমব্রত ও স্বস্তিকা। পছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। শোনা যাচ্ছে, জানুয়ারি থেকেই নাকি শুরু হবে ছবির শুটিং। ২০২৪-এর পুজোতে মুক্তি পাবে ছবি। বছরের শেষ লগ্নে অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরমের বিয়েকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল নেটপাড়া। সেই আবহে ফের সৃজিতের ছবিতে দু-জনে এক সঙ্গে কাজ করতে চলেছেন। তবে কি দুই বন্ধুর পুনর্মিলনে শ্রীকৃষ্ণের ভূমিকায় সৃজিত?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen