ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেলেন বঙ্গকন্যা Anuparna Roy
ভারতীয় সিনেমার জন্য এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ২০১৪ সালে চৈতন্য তামহানে তাঁর ‘Court’ ছবিটির জন্য এই বিভাগেরই সেরা ছবির খেতাব জিতেছিলেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৭: ভেনিস ফিল্ম ফেস্টিভালে (Venice Film Festival) ইতিহাস সৃষ্টি করলেন বঙ্গকন্যা, ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুপর্ণা রায়। এই প্রসিদ্ধ চলচ্চিত্র উৎসবে “সেরা পরিচালক”-এর (Best Director) পুরস্কার জেতা তিনিই প্রথম ভারতীয়। অরিজ্জোন্তি (Orizzonti) বিভাগে তাঁর ছবি ‘সংস্ অফ ফর্গটেন ট্রিজ’-এর (Songs of Forgotten Trees) জন্য তিনি এই সম্মান অর্জন করেন। একটি কানায়-কানায় পূর্ণ হলে ছবিটির প্রিমিয়ারে দর্শক এবং সমালোচক – সবার কাছ থেকেই তিনি পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা।
মুম্বাইতে দুই মহিলা রুমমেটের জীবনকে কেন্দ্র করে এই ছবি। থূয়া (নাজ শেখ) এবং স্বেতা (সুমি বাঘেল) – এই দুই চরিত্রের মাধ্যমে শহুরে জীবনে মহিলাদের বন্ধুত্ব, সংগ্রামকে খুব অন্তরঙ্গভাবে দেখিয়েছেন পরিচালক।
এই বছরের অরিজ্জোন্তি জুরির শীর্ষে ছিলেন পাম ডি’অর (Palme d’Or) জয়ী পরিচালক জুলিয়া দুকোরন। আর্জেন্টাইন চলচ্চিত্র সমালোচক ফেরনান্দো এনরিকে পুরস্কারটি অনুপর্ণার হাতে তুলে দেন।
ভারতীয় সিনেমার জন্য এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ২০১৪ সালে চৈতন্য তামহানে তাঁর ‘Court’ ছবিটির জন্য এই বিভাগেরই সেরা ছবির খেতাব জিতেছিলেন। কিন্তু সেরা পরিচালক জিতেছেন এই প্রথম কোনো ভারতীয়। অনুপর্ণা রায়ের এই অসামান্য জয় ভারতীয় চলচ্চিত্রকে সারা বিশ্বের সামনে আরও একবার বিশেষভাবে তুলে ধরলো।