‘বন্দে মাতরম’ ভুলে গেলেন অনুরাগ ঠাকুর! বিজেপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৬: সংসদে দাঁড়িয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের মন্ত্র ‘বন্দে মাতরম’ বলতে গিয়ে গুলিয়ে ফেললেন ‘বন্দে ভারত’-এর সঙ্গে! বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের এই মন্তব্যের জেরে এবার তীব্র সমালোচনার মুখে পড়ল গেরুয়া শিবির। তৃণমূলের প্রশ্ন, যারা সঠিক স্লোগান দিতে জানেন না, তাঁরা কোন স্পর্ধায় দেশকে দেশপ্রেমের পাঠ পড়ান?
ঘটনার সূত্রপাত সংসদে অনুরাগ ঠাকুরের একটি বক্তব্যকে ঘিরে। অভিযোগ, তিনি তাঁর বক্তব্যে ‘বন্দে মাতরম’-এর বদলে দু’বার ‘বন্দে ভারত’ শব্দটি ব্যবহার করেন। তিনি বলেন, “ইংরেজদের ‘বন্দে ভারত’-এ সমস্যা ছিল, জিন্নারও ‘বন্দে ভারত’-এ সমস্যা ছিল।” ঐতিহাসিক প্রেক্ষাপটে যেখানে স্লোগানটি ‘বন্দে মাতরম’ হওয়ার কথা, সেখানে অনুরাগ ঠাকুরের মুখে ‘বন্দে ভারত’ শুনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
তৃণমূল কংগ্রেস (TMC) তাদের অফিশিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিজেপিকে (BJP) তুলোধোনা করেছে। দলের তরফে লেখা হয়েছে, “এরা আদৌ কি দেশপ্রেমিক? যারা ‘বন্দে মাতরম’ উচ্চারণ করতে গিয়ে তাকে ‘বন্দে ভারত’-এ পরিণত করে, তারা কোন সাহসে জাতিকে দেশপ্রেম ও জাতীয়তাবাদের জ্ঞান দেয়?”
তৃণমূলের দাবি, এটি অনুরাগ ঠাকুরের অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অফ টাং’ নয়, বরং এটি বিজেপির মজ্জাগত অজ্ঞতারই প্রমাণ। ঘাসফুল শিবিরের অভিযোগ, দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের অভাবেই সংসদে দাঁড়িয়ে এমন ভুল করেছেন বিজেপি সাংসদ।
তৃণমূলের দাবি, এটি অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অফ টাং’ নয়, বরং এটি বিজেপির মজ্জাগত অজ্ঞতারই প্রমাণ। ঘাসফুল শিবিরের অভিযোগ, দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের অভাবেই সংসদে দাঁড়িয়ে এমন ভুল করেছেন বিজেপি সাংসদ।
এই প্রসঙ্গেই টেনে আনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রসঙ্গও। তাদের X হ্যান্ডেলে মনে করিয়ে দেওয়া হয়েছে অতীতে প্রধানমন্ত্রীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chatterjee) সম্বোধন করার প্রসঙ্গটি। পোস্টে বলা হয়েছে, “অবাক হওয়ার কিছু নেই! যখন খোদ নরেন্দ্র মোদী বাংলার আইকনদের ‘বঙ্কিম-দা’ বলে খাটো করেন, তখন শিষ্যরা তো সেই পথই অনুসরণ করবে।”
তৃণমূলের মতে, ওপরমহল থেকে যখন ইতিহাস বিকৃতি করা হয়, তখন দলের নিচুতলার কর্মীরা বা সাংসদরা স্বাভাবিকভাবেই সেই ধারা বজায় রাখেন। অনুরাগ ঠাকুরের এই মন্তব্যকে ভারতের ঐতিহ্যের প্রতি উপহাস এবং লজ্জাজনক বলে অভিহিত করেছে রাজ্যের শাসক দল।
Are they patriots at all? People who can’t even say Vande Mataram without turning it into “Vande Bharat” – with what audacity do they lecture the nation on patriotism and nationalism?@BJP4India’s MP Anurag Thakur stood inside Parliament and, not once but twice, replaced Vande… pic.twitter.com/LwePt6drmL
— All India Trinamool Congress (@AITCofficial) December 10, 2025