সামাজিক মাধ্যমের গুজব অমূলক, বন্ধ হচ্ছে না ‘অনুরাগের ছোঁয়া’

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্য ও দীপার বিয়ে হয়েছে সবেমাত্র

May 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্য ও দীপার বিয়ে হয়েছে সবেমাত্র। সামনে এখনও অনেকটা পথচলা বাকি। এদিকে বিগত কয়েকদিন ধরে এই ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে। কারণ হিসেবে উঠে আসছে টিআরপির সমস্যা। আবার কেউ বলছেন, গল্প দর্শকদের পছন্দ হচ্ছে না। 


সত্য সন্ধানে টিম ‘অনুরাগের ছোঁয়া’র মুখ্য অভিনেতাদের সঙ্গে কথা বলা গেল। সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত বললেন, ‘আমি স্টুডিওর পথে। খবরটা কানে এসেছে। পুরোটাই গুজব। কারা এগুলো রটাচ্ছে আমি জানি না।’  নিজের বক্তব্যের সমর্থনে অভিনেতার যুক্তি, ‘এখন আইপিএল চলছে। আমাদের ধারাবাহিকের সময় আইপিএলের দ্বিতীয় ইনিংস চলে। তারপরেও অনুরাগের ছোঁয়ার টিআরপি উপরের দিকে। চ্যানেলের অন্যতম সফল ধারাবাহিক। হঠাৎ বন্ধ কেন হবে সেটাই বুঝতে পারছি না!’ তাহলে নেটমাধ্যমে হঠাৎ কেন এই খবর  ছড়াল? সেটা মাথায় আসছে না স্বস্তিকা ঘোষেরও। ধারাবাহিকের দীপা বললেন, ‘কালই শুনলাম। বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজনরাও সত্যিটা জানতে চাইছেন। আর সত্যি এটাই যে,  ধারাবাহিক বন্ধ হচ্ছে না।’


আপাতত গল্পে সূর্য-দীপার মধুচন্দ্রিমা বাতিল হয়েছে। ঊর্মির সঙ্গে জয়ের বিয়ের কথাও চলছে। কিন্তু সূর্য-দীপা মধুচন্দ্রিমায় যাবে কি না সেটাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। ধারাবাহিকের পরিচালক অনুপম হরি বললেন, ‘গুজবে কান দিয়ে লাভ নেই। আমরা হইহই করে শ্যুটিং করছি। দর্শকদের জন্য এখনও অনেক চমক বাকি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen