অন্তত ১০ হাজার লোক চাই মোদীর সভায়, মাঠ ছোট করেও বিপাকে বিজেপি

গত প্রায় মাস খানেক ধরে রাজ্যের সর্বত্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জনসভায় জনসংখ্যা হু হু করে কমছে।

March 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

যেভাবে হোক বৃহস্পতিবার পুরুলিয়ায় নরেন্দ্র মোদীর জনসভায় অন্তত ১০ হাজার লোকের ভিড় জমা করতে হবে। কিন্তু কিভাবে করবে তা জানে না জেলার বিজেপির নেতারও। অস্বস্তিতে রয়েছেন তা মেনে নিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। পুরুলিয়ার সাংসদ জোতির্ময় সিং মাহাতো বলেন, “ সভায় কত লোক হবে তা এখনই বলা মুশকিল।”

গত প্রায় মাস খানেক ধরে রাজ্যের সর্বত্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জনসভায় জনসংখ্যা হু হু করে কমছে। এমনকি অমিত শাহের ঝাড়গ্রাম সার্কাস ময়দানে জনসভায় লোক না হওয়ায় শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয় রাজ্য বিজেপি।

জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুরুলিয়ায় যে মাঠে জনসভা করেছিলেন সেই মাঠের চেয়ে অনেকটাই ছোট মাঠে সভা করবেন মোদী। সেখান পাঁচ থেকে সাত হাজারে মতো লোক ধরে মেরেকেটে। সেই মাঠও বিজেপি ভরাতে পারবে কি না তা নিয়েও সন্দেহ আছে দলের নেতাদের। সব মিলিয়ে মোদীর সভার আগে লোক জোটানো নিয়ে চরম আতান্তরে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen