শহরের রাস্তায় অকারণে বেরোলেই এ বার কড়া পুলিশ

অত্যাবশকীয় পরিষেবা বা পণ্য সরবরাহে যুক্ত ব্যক্তিদের যাতে লকডাউন চলাকালীন কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই কলকাতা পুলিশ এলাকার বাসিন্দাদের জন্য অনলাইনে ই-পাস দেওয়ার ব্যবস্থা করেছে লালবাজার। এই পদ্ধতির সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।

April 2, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

অত্যাবশকীয় পরিষেবা বা পণ্য সরবরাহে যুক্ত ব্যক্তিদের যাতে লকডাউন চলাকালীন কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই কলকাতা পুলিশ এলাকার বাসিন্দাদের জন্য অনলাইনে ই-পাস দেওয়ার ব্যবস্থা করেছে লালবাজার। এই পদ্ধতির সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।

কিন্তু লকডাউনের নবম দিনেও দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় বেশ কিছু গাড়ি রাস্তায় চলছে। লকডাউনের তোয়াক্কা না করেই অনেকে বেরিয়ে পড়ছেন। এমন অবস্থায় কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা স্পষ্ট নির্দেশ দিলেন, যাঁর কাছে বৈধ ই-পাস আছে তাঁকেও যথাযথ কারণ দেখাতে হবে, কেন তিনি সেই সময়ে গাড়ি নিয়ে বেরিয়েছেন।

লকডাউন ভেঙে শহরের রাস্তায় অকারণে বেরোলেই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। এই নিয়ম থেকে রেহাই পাবে না কেন্দ্র বা রাজ্য সরকার/সংবাদমাধ্যম অথবা পুলিশের বোর্ড লাগিয়ে ঘোরা গাড়িগুলিও। পুলিশকে নম্রভাবে শক্ত হাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিয়ম ভাঙলে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ধারা u/188 লাগু করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব থানার অফিসার ইন চার্জকেও নির্দেশ দেওয়া হয়েছে টি পি গার্ডদের সঙ্গে সহযোগিতা করতে। টি পি গার্ড থেকে যদি কোনও ব্যক্তি বা গাড়িকে লকডাউন অমান্য করার জন্যে থানায় পাঠানো হয়, অবিলম্বে যেন তাদের বিরুদ্ধে u/188 ধারায় কেস রুজু করা হয়।

অবাঞ্ছিত গাড়ির পাশাপাশি কড়া নজরে রাখতে বলা হয়েছে বড় বাড়ি এবং ইএম বাইপাস সংলগ্ন হাই এন্ড আবাসনগুলির উপরেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen