মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসেবে সম্মানিত অপর্ণা সেন
পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন অপর্ণা সেন। অভিনয় করেছেন কন্যা কঙ্কনা, অর্জুন রামপাল, তন্ময় ধনানিয়া,অনিন্দিতা বসু এবং আরও অনেকে
August 15, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আরও একবার সেরা পরিচালকের পুরস্কার পেলেন অপর্ণা সেন (Aparna Sen)। ‘দ্য রেপিস্ট’ (The Rapist) ছবির জন্য এবার ‘মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০২২’ এ সেরা পরিচালকের সম্মান পেলেন তিনি। অপর্ণা সেনের এই ছবিটি বুসান ইন্টারন্যাশনাল ফেস্টিভালে পুরস্কৃত হয়েছে, দেখানো হয়েছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
‘দ্য রেপিস্ট’ ছবিটি ধর্ষণের পর ধর্ষিতা যে ট্রমা অনুভব করে তা নিয়েই তৈরি। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন অপর্ণা সেন। অভিনয় করেছেন কন্যা কঙ্কনা, অর্জুন রামপাল, তন্ময় ধনানিয়া,অনিন্দিতা বসু এবং আরও অনেকে।