AR চশমা বাজারে আনছে Apple, কী বিশেষত্ব?

জানা গিয়েছে, চশমাটি হালকা ও আরামদায়ক হবে। যা ব্যবহারকারী সারাদিন পরিধান করতে পারেন।

May 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির চশমা নিয়ে আসছে অ্যাপেল। অ্যাপেলের সিইও টিম কুক, এআর চশমা প্রকল্পকে কোম্পানির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। জানা গিয়েছে, চশমাটি হালকা ও আরামদায়ক হবে। যা ব্যবহারকারী সারাদিন পরিধান করতে পারেন। এটি হবে আধুনিক, টেকসই ও ইউজার-বান্ধব। অ্যাপেলের লক্ষ্য, উন্নত অপটিকস, স্মার্ট সফটওয়্যার ইন্টিগ্রেশন।

হাই-রেজল্যুশন ডিসপ্লে, কম্প্যাক্ট চিপসেট, ছোট অথচ দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং প্রাইভেসি ইস্যু নিয়ে এখনও অ্যাপেলের গবেষণা চলছে। চশমায় মিডিয়া ক্যাপচার ফিচার যুক্ত হবে কি-না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এআর চশমার পাশাপাশি অ্যাপেল ভিশন প্রো হেডসেটের নতুন, হালকা ও অপেক্ষাকৃত সাশ্রয়ী সংস্করণ তৈরির কাজ করছে। এখন ভিশন প্রো-র দাম ৩,৪৯৯ ডলার হলেও, নতুন মডেলের দাম আরও কমানো হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া অ্যাপেল ওয়াচ ও এয়ারপডসের নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কিছু ডিভাইসে ক্যামেরা ফিচার যুক্ত হতে পারে বলেও জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen