সিঙ্গাপুরে আর্চারি এশিয়া কাপ ২০২৫-এ রুপো জয় বাংলার ছেলে জুয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
এশিয়া কাপ স্টেজ ২-তে রিকার্ভ টিম ইভেন্টে রুপো জিতল ভারতীয় দল। দলের অন্যতম সদস্য হলেন বাংলার জুয়েল সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৯: সিঙ্গাপুরে আয়োজিত এশিয়া কাপ স্টেজ ২-তে রিকার্ভ টিম ইভেন্টে রুপো জিতল ভারতীয় দল। দলের অন্যতম সদস্য হলেন বাংলার জুয়েল সরকার। সমাজ মাধ্যমে জুয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুয়েলের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “জুয়েল সরকারের এই সাফল্যের জন্য তাঁকে এবং তাঁর পরিবার ও প্রশিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই।”
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে জাতীয় গেমসে ৭০ মিটার রিকার্ভে সোনা জিতেছিলেন মালদহের জুয়েল সরকার। জুয়েল, ঝাড়গ্রামের রাজ্য সরকারের আর্চারি অ্যাকাডেমির ছাত্র। বাংলার এই তিরন্দাজকে ঘিরে ইতিমধ্যেই আশায় বুক বাঁধছে রাজ্যের ক্রীড়ামহল।