Archery World Cup: রবিবার ফ্রান্সকে হারিয়ে সোনা জয় ভারতের

September 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: রবিবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো সোনা জিতে নিল ভারতীয় পুরুষদের কম্পাউন্ড তীরন্দাজ দল। ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুজের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত।

পুরুষদের কম্পাইন্ড ইভেন্টের ফাইনালে তৃতীয় সেটের পরে ভারত ও ফ্রান্সের স্কোর ছিল সমান সমান। দুই দেশের দুই দলই দাঁড়িয়েছিল ১৭৬-এ! ভারতীয় দল নির্ণায়ক রাউন্ডে ৫৯ পয়েন্ট স্কোর করে। ফ্রান্স থামে ৫৭ পয়েন্টে। দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সোনা জিতে নেয় ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen