SIR নিয়ে অভিযোগ অতিরঞ্জিত? শীর্ষ আদালতে কমিশনের হলফনামায় তুঙ্গে বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে মারা গিয়েছে কয়েকজন BLO, কেউ কেউ আতঙ্ক আত্মঘাতী হয়েছে, কেউ অসুস্থ আবার আম জনতাও আতঙ্কের শিকার। লাগাতার মৃত্যু মিছিল চলছে দেশজুড়ে। এই আবহে দেশের শীর্ষ আদালতে নির্বাচন কমিশন জানাল, SIR নিয়ে যাবতীয় অভিযোগ নাকি অতিরঞ্জিত এবং রাজনৈতিক স্বার্থে বলা। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনই দাবি করেছে নির্বাচন কমিশন। বাংলা-সহ একাধিক রাজ্যের SIR নিয়ে করা মামলায় সুপ্রিম কোর্টে হলফনামায় কমিশন আরও জানিয়েছে, SIR প্রক্রিয়ায় কোনও ত্রুটি নেই।
আম জনতার প্রশ্ন, সাধারণ মানুষ থেকে শুরু করে BLO-রা গোটা দেশে মারা যাচ্ছেন। দায়ী করছেন SIR-কে। প্রতিদিন বেড়ে চলা মৃত্যুমিছিলকে কী করে অগ্রাহ্য করল কমিশন? তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ দোলা সেনের দায়ের করা মামলায় কমিশন জানিয়েছে, বাংলায় SIR প্রক্রিয়া ঘিরে যা যা অভিযোগ উঠেছে, তা ‘অতিরঞ্জিত’ এবং ‘রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা’।
২৪ জুন ও ২৭ অক্টোবর SIR সংক্রান্ত নির্দেশ চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দোলা সেন। বক্তব্য হলফনামা আকারে জমা দিতে কমিশনকে নির্দেশ দেয় আদালত। সোমবার আদালতে হলফনামা জমা দেয় কমিশন। হলফনামায় বলা হয়, তামিলনাড়ুর প্রায় ৯৬ শতাংশ, বাংলার প্রায় ৯৮ শতাংশ ফর্ম বিলি হয়ে গিয়েছে। দুই রাজ্যে সিংহভাগ ফর্ম ফেরত পেয়েছে কমিশন। হলফনামায় কমিশন বলেছে, ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী, কমিশন যেভাবে মনে করবে, সেভাবে SIR সম্পন্ন করতে পারে। কমিশনের দাবি, “গণহারে ভোটারদের বাদ দেওয়ার যে অভিযোগ বিরোধীরা করছে তা ভুল ও অতিরঞ্জিত।”