বছর ঘুরলেই ভোট এগোচ্ছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৪: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা ভোটের কারণে এগিয়ে আসছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। ২২ সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমেস্টারের পরীক্ষা। সেমিস্টার পদ্ধতি অনুসারে ছ’মাস পঠনপাঠনের পর পরীক্ষা হয়। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা মার্চ থেকে। ভোটের কারণে তার আগে ফেব্রুয়ারিতে শুরু হতে পারে পরীক্ষা।
এতে সিলেবাস শেষ করা নিয়ে আশঙ্কা করছেন শিক্ষকরা। প্রায় গোটা অক্টোবর বন্ধ থাকছে স্কুল। পঠনপাঠন শুরু হওয়ার কথা ২৫ অক্টোবর। সব মিলিয়ে মাস তিনেক সময় পাবেন শিক্ষকরা। শিক্ষকরা বলছেন, নভেম্বরে ক্লাস শুরু হলেও নানা কার্যক্রম রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৩ থেকে ১৩ নভেম্বরের সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট হওয়ার কথা। ডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে পঞ্চম থেকে নবম শ্রেণির সামিটিভ পরীক্ষা। দ্বাদশের পঠনপাঠন ব্যাহত হতে পারে।
ডিসেম্বরের শেষে শীতের ছুটি রয়েছে। জানুয়ারিতে যুব দিবস, নেতাজি জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস-সহ একাধিক সরকারি ছুটি আছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সরস্বতী পুজো থাকবে স্কুলে। ফলে ৭০-৭৫ দিনও সময় পাওয়া যাবে না। সিলেবাস কমানো বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ভাবছে শিক্ষক মহল। যদিও জানা যাচ্ছে, সিলেবাস কমানো বা পরীক্ষা পিছনোর কথা ভাবছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।