কোপার ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনাই, কলম্বিয়াকে হারালো মেসিরা
এরপর অতিরিক্ত সময় পেরিয়ে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে পরাজিত করে আর্জেন্তিনা।
July 7, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা (Argentina)। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল। এবার খেতাবি লড়াইয়ে মেসিরা মুখোমুখি হবেন নেইমারের ব্রাজিলের (Brazil) সঙ্গে।
ম্যাচের শুরুতেই মার্টিনেজকে দিয়ে গোল করান মেসি। ৭ মিনিটের মাথায় মেসির পাস থেকে করা লউতারো মার্টিনেজের গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্তিনা।
৬১ মিনিটে কারদোনার পাস থেকে ডায়াজের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় কলম্বিয়া (Colombia)।
এরপর অতিরিক্ত সময় পেরিয়ে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে পরাজিত করে আর্জেন্তিনা।