দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বেও সুপারহিট অরিজিৎ, জনপ্রিয়তার নিরিখে কত স্থানে?

কেরিয়ারে একাধিক মাইলস্টোন পার করেছেন অরিজিৎ। মোট ১২ টি গ্র্যামি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে

August 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার ছেলে অরিজিৎ সিংয়ের বিশ্বজয়। খুব সাবলীল ভাবে একের পর এক নজির গড়ে চলেছেন তিনি৷ কেরিয়ারে একাধিক মাইলস্টোন পার করেছেন অরিজিৎ। মোট ১২ টি গ্র্যামি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে৷

সারা দেশ জুড়ে জনপ্রিয়তার তুঙ্গে অরিজিৎ। টেলর সুইফটের মতো জনপ্রিয় পপতারকাকে পিছনে ফেলেছেন অরিজিৎ । কী এমন করলেন গায়ক? জনপ্রিয়তায় তিনি এবার ছাড়িয়ে গেলেন আন্তর্জাতিক তারকা টেলর সুইফট, বিলি এলিস, এমিনেমকে। স্পটিফাইয়ে প্রথম তিন গায়কদের মধ্যে তিনি একজন।

এই মিউজিক অ্যাপে জনপ্রিয়তার নিরিখে তিনি হলেন ৩য় সেরা গায়ক। স্পটিফাইয়ে তিনি তৃতীয় সেরা গায়ক যাকে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন। এই সাফল্যের কারণ তাঁর কন্ঠ, তাঁর গাওকী, ফ্যানেদের প্রতি তাঁর ব্যবহার।

গায়ক অরিজিতের পাশাপাশি ব্যক্তি অরিজিতেরও ভক্ত সংখ্যা নেহাত কম নয়। স্পটিফাইয়ে অরিজিৎ সিংয়ের অনুরাগীর সংখ্যা ৮ কোটি ৬০ লক্ষেরও বেশি৷ ফ্যানেদের কাছ থেকে বরাবরই ভালোবাসা ও সমর্থন পেয়েছেন তিনি। তবে স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী শীর্ষে রয়েছেন এড শিরান ও দ্বিতীয় স্থানে রয়েছেন আরিয়ানা গ্রান্দে। তৃতীয় স্থানে রয়েছেন অরিজিৎ সিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen