আরমান্দ ‘মন্ডো’ ডুপ্লান্টিসের নতুন বিশ্ব রেকর্ড, টানা তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব

September 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩১: টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন সুইডেনের পোল ভল্ট সেনসেশন আরমান্দ ‘মন্ডো’ ডুপ্লান্টিস। সোমবার তিনি অবিশ্বাস্য ৬.৩০ মিটার উচ্চতা অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন। এ নিয়ে ২৫ বছর বয়সী এই অ্যাথলিট নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন টানা ১৪তম বারের মতো এবং জিতলেন টানা তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা।

ডুপ্লান্টিসের আগের সেরা পারফরম্যান্স ছিল ৬.২৯ মিটার, যা তিনি ২০২৫ সালের আগস্টে বুদাপেস্টের গিউলাই ইস্তভান মেমোরিয়ালে করেছিলেন। এ বছরই এটি তার চতুর্থ বিশ্ব রেকর্ড। ফেব্রুয়ারিতে ফ্রান্সের ক্লারমঁ-ফেরঁ-এ তিনি ৬.২৭ মিটার এবং জুনে স্টকহোম ডায়মন্ড লিগে ৬.২৮ মিটার অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন। প্রতিবারই নিজের রেকর্ডকে আরও উন্নত করে যাচ্ছেন তিনি।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে তিনি ৬.২৫ মিটার উচ্চতা পার করে স্বর্ণপদক জিতেছিলেন। সেই রেকর্ডের পর মাত্র এক বছরের মধ্যে তিনি আরও পাঁচবার নিজের বিশ্ব রেকর্ড ভেঙেছেন। ধারাবাহিক উন্নতি এবং অবিশ্বাস্য শারীরিক সক্ষমতা তাকে বর্তমানে বিশ্বের সেরা পোল ভল্টার হিসেবে আলাদা মাত্রা দিয়েছে।

সোমবারের ফাইনালেও ডুপ্লান্টিসের আধিপত্য ছিল স্পষ্ট। প্রতিযোগিতার শুরু থেকেই তিনি ছিলেন ছন্দে। ৬.৩০ মিটারের অসাধারণ লাফে তিনি শুধু স্বর্ণপদকই জিতলেন না, বিশ্ব অ্যাথলেটিক্সের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন।

এই প্রতিযোগিতায় গ্রিসের এমানোইল কারালিস ৬.০০ মিটার অতিক্রম করে রুপো জিতেছেন। আর অস্ট্রেলিয়ার কার্টিস মার্শাল ৫.৯৫ মিটার উচ্চতা অতিক্রম করে পেয়েছেন ব্রোঞ্জ।

ডুপ্লান্টিসের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করছে যে পোল ভল্টের জগতে বর্তমানে তার কোনও প্রতিদ্বন্দ্বী নেই। তার লক্ষ্য এখন ৬.৩৫ মিটার অতিক্রম করে বিশ্ব রেকর্ডের নতুন দিগন্ত ছুঁয়েছেন। অ্যাথলেটিক্স বিশেষজ্ঞরা বলছেন, যদি তিনি এই ফর্ম বজায় রাখতে পারেন, তবে আসন্ন বছরগুলোতেও পোল ভল্টে ডুপ্লান্টিসের নামই থাকবে শীর্ষে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen