বারাসাতে সেনার বাড়ি ভাঙচুর তৃণমূলের? জানুন আসল ঘটনা

এই রকম কোন ঘটনা ঘটেনি বারাসাতে। এই ভুয়ো প্রচারের তদন্ত করতে গিয়ে ওই ব্যক্তি সহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়।

June 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তি নিজেকে ভারতীয় সেনা এবং বারাসাতের বাসিন্দা বলে দাবি করেন। ১৮ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন তার মা বিজেপি কর্মী, আর সেই কারণে তৃণমূল তৃতীয় বারের জন্যে ক্ষমতায় আসার পরেই তৃণমূল কর্মীরা তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে এবং ওই ব্যক্তির মা, বৌ এবং পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ করার হুমকি দেয়। পুলিশের কাছ থেকেও বিশেষ সাহায্য পাওয়া যায়নি।

সত্যতা

ওই ব্যক্তির এই দাবিকে নস্যাৎ করেছে বারাসাত পুলিশ। অর্থাৎ এই রকম কোন ঘটনা ঘটেনি বারাসাতে। এই ভুয়ো প্রচারের তদন্ত করতে গিয়ে ওই ব্যক্তি সহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়। মামলাটি আদালতে বিচারাধীন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen