জম্মু-কাশ্মীরে সেনাছাউনিতে গুলি, নিহত সেনা অফিসার

December 24, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২০: জম্মু-কাশ্মীরে ফের চাঞ্চল্য। তবে এবার সীমান্তে জঙ্গিহানায় নয়, সেনাছাউনির ভেতরেই প্রাণ হারালেন এক সেনা অফিসার। প্রথমে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা করা হলেও, তদন্ত এগোতেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—গুলিবর্ষণ করেছেন সেনাবাহিনীরই এক জওয়ান।

মঙ্গলবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার একটি সেনাছাউনিতে আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সতর্ক হয়ে ওঠেন অন্যান্য জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখতে পান, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছেন এক জুনিয়র কমিশনড অফিসার (JCO)। দ্রুত তাঁকে নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে এই ঘটনার পিছনে জঙ্গি যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হলেও, পরে সেই আশঙ্কা পুরোপুরি নাকচ করা হয়েছে। সেনা ও পুলিশ সূত্রের দাবি, এই গুলির ঘটনার সঙ্গে বাইরের কোনও শক্তির যোগ নেই। বরং সন্দেহের তির সেনাবাহিনীরই এক জওয়ানের দিকে। ঘটনার পর থেকেই ওই জওয়ান নিখোঁজ। তদন্তকারীদের অনুমান, তিনিই গুলি চালিয়েছেন এবং এরপর সেনাছাউনি থেকে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই অনুযায়ী শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। জানা গিয়েছে, নিহত সেনা অফিসার রিয়াসি জেলার বাসিন্দা। অন্যদিকে, অভিযুক্ত জওয়ানের বাড়ি জম্মু এলাকায়। তাঁকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।

এই ঘটনা সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রহস্য কাটছে না—ঠিক কী কারণে নিজের সতীর্থের গুলিতে প্রাণ হারাতে হল এক সেনা অফিসারকে, তার উত্তর খুঁজছে প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen