মেয়ো রোডে ‘ভাষা আন্দোলনের মঞ্চ’ খুলছে সেনা! ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী

ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের তৈরি ‘ভাষা আন্দোলন’ মঞ্চ সোমবার দুপুরে খুলে দিল সেনা।

September 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৯: ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের তৈরি ‘ভাষা আন্দোলন’ মঞ্চ সোমবার দুপুরে খুলে দিল সেনা। কী কারণে মঞ্চ খুলে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর প্রতিবাদে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেত্রী জানিয়েছেন এবার থেকে ধর্না হবে রানী রাসমণি রোডে। কাল স্টেজ তৈরির পর আগামীকাল থেকে এখানে কর্মসূচি হবে রোজ।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এবং বাংলাভাষাকে অপমান করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই মঞ্চ তৈরি হয়েছিল। প্রতি শনি ও রবিবার রাজ্যের শাসকদলের প্রতিনিধিরা সেখানে বসে কর্মসূচি পালন করছিলেন।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেত্রী জানিয়েছেন এবার থেকে ধর্না হবে রানী রাসমণি রোডে। কাল স্টেজ তৈরির পর আগামীকাল থেকে এখানে কর্মসূচি হবে রোজ।

বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, “আপত্তি থাকলে কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো। যখন বিজেপি থাকবে না পালাবে কোথায়? বিজেপি দেশের লজ্জা। ডবল ইঞ্জিন সরকার সরকার দেশের লজ্জা।”

তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে সেনার অপব্যবহার করছে বিজেপি। তিনি বলেন, “ওরা আমাদের কণ্ঠ রোধ করতে পারে না, আমায় মোদী বাবুর অনুমতি নিয়ে সভা করতে হয় না, আমি জনগণের অনুমতি নিয়ে সভা করি। যখন বিজেপি থাকবে না সেনা কোথায় যাবে? বিজেপি যেন নোংরা রাজনীতি না করে।”

তিনি বলেন,”আমি যখন এসেছি আমাকে দেখে ২০০ সেনা পালাচ্ছিল, কেন? আমি বলেছি আপনারা পালাচ্ছেন কেন? আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। কলকাতা পুলিশের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতে পারত। আমরাই খুলে দিতাম, বা শিফ্‌ট করে দিতাম।এটা অনৈতিক, অগণতান্ত্রিক কাজ।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা সেনাবাহিনীকে সম্মান করি, কিন্তু তারা এখন বিজেপির হয়ে কাজ করছে। ওদের পিছনে রয়েছে ছুপারুস্তম বিজেপি। সেনাকে বিজেপি রাজনীতি করার জন্য ব্যবহার করছে। সেনা বিজেপির হয়ে কাজ করলে দেশ কোথায় যাবে?”

মুখ্যমন্ত্রীর সংযোজন, “আমি সব কাজ ফেলে এই আন্দোলনে এসেছি কারণ ভাষা সন্ত্রাস চলছে, বাংলা ভাষাকে ওরা অপমান করছে, তাই আমরা প্রতিবাদে নেমেছি। আমরা গান্ধীজি র পায়ের তলায় আর উনি আমাদের মাথার ওপর থাকেন। আমাদের কর্মসূচী আটকানোর ক্ষমতা বিজেপির নেই। ওরা বর্ডার সিকিউরিটিকে পাত্তা দে না, ওরা শুধু তৃণমূলকে পাত্তা দেয়, যত এইসব করবে তৃণমূল তত বেশি ভোট পাবে।”

ভাষা সন্ত্রাস প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই আন্দোলন আরও জোরদার হবে, বাংলার মানুষকে বলছি যেখানে যাবেন বেশি করে বাংলা বলবেন, দেখি এই আন্দোলন কতদূর পৌঁছায়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen