Indian Army: জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি মুখোমুখি, কিশ্তওয়ারে চলছে এনকাউন্টার

কিশ্তওয়ার জেলায় সেনা ও পুলিশের যৌথ টিম ঘনঘন পেট্রোলিং করছে। নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

August 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Army-Terrorists face off in Jammu and Kashmir, encounter underway in Kishtwar
Army-Terrorists face off in Jammu and Kashmir, encounter underway in Kishtwar

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৪: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিশ্তওয়ার জেলায় (Kishtwar) রবিবার সকাল সন্ত্রাসবাদীদের (terrorists) সাথে নিরাপত্তা বাহিনীর (security forces) গুলিবিনিময় চলছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, দু’জন সন্ত্রাসবাদীকে লক্ষ্য করে ডুল (Dool) এলাকায় এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস (White Knight Corps) X পোস্টে এই সংঘর্ষের খবর নিশ্চিত করেছে। তাদের বক্তব্য, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (intelligence-based operation) সকাল-সকাল সন্ত্রাসবাদীদের সংস্পর্শে এসে গুলিবিনিময় হয়েছে। অপারেশন চলছে।”

শনিবার কুলগামে (Kulgam) ‘অপারেশন আখল’-এর (Operation Akhal) অংশ দু’জন ভারতীয় সেনা জওয়ান (Indian Army) শহীদ হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদীদের আস্তানায় অভিযান চালানোর সময় এই হামলা হয়।

বর্তমানে সমগ্র কিশ্তওয়ার জেলায় সেনা ও পুলিশের যৌথ টিম (joint team) ঘনঘন পেট্রোলিং (patrolling) করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, “নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু এলাকায় ইন্টারনেট (internet) পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen