গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সি, ভর্তি হাসপাতালে

শেষবার অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল আরশাদকে। বক্সঅফিসে ভালো ফল করতে ব্যর্থ হয়েছে ছবি।

April 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সি।মু্ম্বইয়ের স্টুডিওতে কমেডি ফিল্ম ‘জীবন ভীমা যোজনা’ ছবির শ্যুটিং করছিলেন ‘মুন্নাভাই’-এর সার্কিট।ফ্লোরেই প্রচণ্ড পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি।চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় আরশাদকে।পর্যবেক্ষনের পর চিকিৎসক জানান,অভিনেতার কিডনিতে পাথর জমেছে।অবিলম্বে তাঁকে অস্ত্রপচার করার পরামর্শ দেন তিনি।বুধবারই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আরশাদকে।এদিনই তাঁর অস্ত্রপচার হয়েছে বলেই সূত্রের খবর।আপাতত বেশ কিছুদিন ‘জীবন ভীমা যোজনা’-র শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন অভিনেতা।ছবিতে আরশাদের সঙ্গে দেখা যাবে পূজা চোপড়া,সঞ্জিদা সেখ,বিজয় রাজ ছাড়াও আরও অনেকেই। শেষবার অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল আরশাদকে। বক্সঅফিসে ভালো ফল করতে ব্যর্থ হয়েছে ছবি।শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে ‘বচ্চন পাণ্ডে’-র ওটিটি স্ট্রিমিং।অবশ্য অভিনেতার ঝুলিতে রয়েছে একঝাঁক নতুন ছবির কাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen