মমতা থেকে ম্যান্ডেলা- ট্রেনের টিকিটে শিল্প

কাঁচি দিয়ে ট্রেনের টিকিটেই কারুকার্য করে নামি ব্যক্তিত্বের অবয়ব ফুটিয়ে তুলছে সিঙ্গুরের নসিবপুর গ্রামের সৌরভ আদক।

January 14, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi
প্রেস ক্লাব চত্বরে সৌরভ আদক

কাঁচি দিয়ে ট্রেনের টিকিটেই কারুকার্য করে নামি ব্যক্তিত্বের অবয়ব ফুটিয়ে তুলছে সিঙ্গুরের নসিবপুর গ্রামের সৌরভ আদক। মেসি থেকে মমতা, বিদ্যাসাগর থেকে বিগবি সবই নিখুঁত ভাবে ফুটে উঠছে একটা ছোট ট্রেনের টিকিটে। সম্প্রতি হায়দ্রাবাদের পশু চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিচ্ছবিও সৌরভ তার কাজে তুলে ধরেছে।

ছোট বেলা থেকেই পেপার কাটিং এর শখ ইঞ্জিনিয়ারিং-এর এই ছাত্রের। আঁকতেও খুব ভালোবাসত সৌরভ। নবম শ্রেনীতে পড়ার সময় রাবার গাছের পাতা, বাঁশ পাতায় আঁকা শুরু করে। তারপরে গত আট বছর ধরে ট্রেনের ফেলে দেওয়া টিকিট যোগাড় করে এক নতুন শিল্প করে চলেছে সৌরভ।

মোদী, মমতা, নেলসন ম্যান্ডেলা, শাহরুখ, অমিতাভ, বিদ্যাসাগর, বিবেকানন্দ কেউ বাদ যাননি সৌরভের পেপার আর্টে। ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর পর সৌরভের লক্ষ এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। 

পাশ্চাত্য নাচ থেকে দুর্গাপুজো রাগ-দুঃখ-অভিমান সবই ফুটে উঠেছে সৌরভের শিল্পে। ছেলের দেশ জোড়া প্রশংসায় গর্বিত সৌরভের মা।

সৌরভ বলেন, “সেলিব্রিটি নয়, সাধারণ মানুষ হিসেবে থাকতেই বেশি পছন্দ আমার। আমি এখনও সেভাবে প্রতিষ্ঠিত নই। লোকে আমার ছবি কিনলেই আমি খুশি হব।”

ওনার ছবি কেউ কিনতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে: 91630 16778


TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen