কৃত্রিম গর্ভেই বড় হবে শিশু, যুগান্তকারী জাপানি প্রযুক্তি বদলে দিতে পারে মানবসভ্যতা!
কৃত্রিম গর্ভের সাফল্য – বিজ্ঞানীরা প্রযুক্তিটির নাম দিয়েছেন ইভিই বা এক্স-ভিভো ইউটেরাইন এনভায়রনমেন্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৭: সায়েন্স ফিকশন নয়, এবার বাস্তবেই আসতে চলেছে কৃত্রিম গর্ভ। জাপান ও অস্ট্রেলিয়ার যৌথ গবেষণায় তৈরি হল এমন এক প্রযুক্তি, যেখানে গর্ভবতী মায়ের শরীর ছাড়াও বেড়ে উঠতে পারবে ভ্রূণ। প্রযুক্তিটির নাম—ইভিই বা এক্স-ভিভো ইউটেরাইন এনভায়রনমেন্ট।
জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর উদ্দেশ্য মানবশিশু তৈরি নয়, বরং সময়ের অনেক আগেই জন্ম নেওয়া ‘প্রিম্যাচিওর’ শিশুদের বাঁচানো। সাধারণত এই শিশুদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে ফুসফুস, মা-র শরীরের বাইরে ঠিকঠাক গঠিত হয় না। ফলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
নতুন এই কৃত্রিম গর্ভে একটি স্বচ্ছ তরলভর্তি ‘বায়োব্যাগ’-এর মধ্যে রাখা হয় ভ্রূণকে, যেখানে অ্যামনিওটিক ফ্লুইডের মতোই পরিবেশ তৈরি করা হয়। একটি ‘কৃত্রিম প্লাসেন্টা’র মাধ্যমে ভ্রূণের নাড়ির সঙ্গে সংযুক্ত থাকে যন্ত্রটি, যা অক্সিজেন ও পুষ্টির জোগান দিয়ে কার্বন ডাই-অক্সাইড দূর করে।
এই পদ্ধতিতে ইতিমধ্যেই সফল পরীক্ষা হয়েছে ভেড়ার অপরিণত ভ্রূণের উপর। আশাবাদী গবেষকেরা বলছেন, ভবিষ্যতে মানবশিশুর জীবন বাঁচাতে এই প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা নেবে।
তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে নৈতিকতা নিয়ে—মানবজন্মের মতো প্রক্রিয়ায় যন্ত্রের এই হস্তক্ষেপ কি আদৌ গ্রহণযোগ্য? যদিও এখনও মানুষের উপর প্রয়োগের জন্য অনেক পথ বাকি, তবু চিকিৎসা বিজ্ঞানে এ যেন এক নিঃশব্দ বিপ্লবের শুরু।