কোলাজ ছবি দেওয়া হল না লতা দিদিকে, মন খারাপ ব্যান্ডেলের শিল্পীর

গত সেপ্টেম্বরে শেষবার কথা হয়েছিল হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে।

February 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত সেপ্টেম্বরে শেষবার কথা হয়েছিল হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে। তিনি বলেছিলেন, দিদি এখন কারও সঙ্গে দেখা করছেন না। আপনার সঙ্গে পরে যোগাযোগ করে নেওয়া হবে। আশায় ছিলেন ব্যান্ডেলের তপন সাহা। রবিবার সকাল বেলা খবর এল। কিন্তু সে খবরে কান্নায় ভেঙে পড়া ছাড়া আর কোনও গতি ছিল না কোলাজ শিল্পীর। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিলেন লতা মঙ্গেশকরের সেই ছবিটার সামনে। রং ছাড়াই রঙিন কোলাজ তৈরি করেন তপনবাবু। তাঁর কাজ নানা জায়গায় স্বীকৃতও হয়েছে। অনেক খ্যাতনামা ব্যক্তিকে তাঁদের প্রতিকৃতি উপহার দিয়েছেন তিনি। সেভাবেই চেয়েছিলেন ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’কে তাঁর একটি ছবি উপহার দিতে। তৈরিও হয়ে গিয়েছিল। শুধু দেওয়া হল না। আর কখনও হবেও না।

শিল্পীর আফশোস তাই যাচ্ছে না। তপনবাবু বলেন, খুব খুব হতাশ লাগছে। ২০২১ সালের সেপ্টেম্বরে লতাদিদির দাদার সঙ্গে কথা হয়েছিল। আশা ছিল তিনি সুস্থ হবেন। তাঁর হাতে ছবি তুলে দেব। আজ সকালটা একরাশ দুঃখ বয়ে আনল। ছলছল করে ওঠে শিল্পীর চোখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen