আপ-এর দিল্লিজয় – রস-ব্যাঙ্গের সুনামি সোশ্যাল মিডিয়ায়

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য রাজধানীর রাজ সিংহাসনে বসতে চলেছেন অরবিন্দ কেজরীবাল।

February 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য রাজধানীর রাজ সিংহাসনে বসতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। জয় ঘোষণা এবং এগিয়ে থাকার নিরিখে ৬২টি আসন পেতে পারে আম আদমি পার্টি (আপ)। প্রধান প্রতিপক্ষ বিজেপির ঝুলিতে ৮টি। উবে গিয়েছে কংগ্রেস। হাতে আসন সংখ্যা শূন্য।

আর ইভিএম বাক্স খুলতেই সোশ্যাল মিডিয়ায় ঝাঁকে ঝাঁকে উড়ে এল সেই সব ব্যঙ্গ-বিদ্রুপের ‘গোলাবারুদ’। সোশ্যাল মিডিয়ায় টার্গেট মূলত মনোজ তিওয়ারি। তিনি বিজেপির দিল্লির সভাপতি তথা ভোজপুরী ফিল্মের সুপারস্টার মনোজ তিওয়ারি। পাশাপাশি মোদী-অমিত শাহ জুটিকে কটাক্ষ-উপহাসের বাউন্সার ছুড়তেও ছাড়েননি নেটাগরিকরা।

এছাড়াও, ঝাড়ু থিমের উপর ভিত্তি করেই অন্তত কয়েকশো কার্টুন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

https://www.facebook.com/MALI2013/photos/a.891787310881716/2750296681697427/?type=3&theater

আর এর মাঝে, বাঙালির চিরস্মরণীয় রবীন্দ্রনাথও ভাইরাল হয়ে গেলেন ‘সহজ পাঠ’ এর দৌলতে।

https://www.facebook.com/333246643889981/photos/a.334073030474009/588761891671787/?type=3&theater
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen