মুখ্যসচিব বদলি ঘটনায় মমতার পাশে দাঁড়ালেন অরবিন্দ কেজরীওয়াল
এরইমধ্যে এই ইস্যুতে রাজ্য সরকারে পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল
May 31, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বদলি ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে উঠেছে। এরইমধ্যে এই ইস্যুতে রাজ্য সরকারে পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal)।
দিল্লির মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেছেন, ‘এখন রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয়।এখন সবাই একসঙ্গে মিলে করোনার বিরুদ্ধে লড়াই করার সময়।এখন রাজ্য সরকারগুলির পাশে দাঁড়ানোর সময়।রাজ্যগুলিকে ভ্যাকসিন যোগান দেওয়ার সময়।সব রাজ্য সরকারগুলিকে একসঙ্গে নিয়ে টিম বানিয়ে কাজ করার সময়।লড়াই-ঝগড়া আর রাজনীতি করার জন্য সারাজীবন পড়ে আছে’।