আরিয়ান খানের প্রথম পরিচালনা,শাহরুখ পরিবারের সঙ্গে ঝলমলে প্রিমিয়ার নাইট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫০: মুম্বইয়ে হয়ে গেল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের পরিচালনায় তৈরি প্রথম ওয়েব সিরিজ The Ba***ds of Bollywood-এর গ্র্যান্ড প্রিমিয়ার। বলিউডের এই বিশেষ সন্ধ্যা ছিল তারকাখচিত। শাহরুখ খান পুরো পরিবারকে নিয়ে হাজির হন এই ঝলমলে ইভেন্টে এবং পাপারাজ্জিদের সামনে পোজ দিতেও দেখাযায়। আরিয়ানও ছিলেন সেদিন, তবে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে। নিজের মোবাইলে তিনি বাবার ছবি তুলতে থাকেন, যা ছিল সেই সন্ধ্যার অন্যতম সেরা মুহূর্ত।

প্রিমিয়ারের ভেনুতে প্রবেশের সময় শাহরুখকে দারুণ স্টাইলিশ লাগছিল। কিছু দিন আগে চোট পাওয়ার কারণে তাঁর হাত ছিল স্লিং-এ বাঁধা, আর চুল ছিল ছোট করে কাটা। তিনি পরেছিলেন নীল রঙের স্যুট। গৌরী খানও সেই নীল রঙের সুরে মিলিয়ে গাউন পরেছিলেন।কন্যা সুহানা খান ঝলমলে হলুদ পোশাকে নজর কেড়েছেন, আর ছোট্ট আব্রাম দাঁড়িয়েছিল পরিবারের মাঝখানে। শাহরুখকে বেশ খুশি এবং গর্বিত দেখাচ্ছিল এই দিন,এর পরে তিনি পাপারাজ্জিদের সঙ্গে ছবি তুলে শুভেচ্ছা জানিয়ে ভেতরে প্রবেশ করেন।



গত মাসে সিরিজটির প্রথম প্রিভিউ লঞ্চে শাহরুখ খান বলেছিলেন, “আমি এই মুম্বই শহর, মহারাষ্ট্র এবং গোটা দেশের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত ৩০ বছর ধরে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আজকের দিনটা আমার জন্য বিশেষ, কারণ এই শহরেই আমার ছেলে তার যাত্রা শুরু করছে।”



The Ba***ds of Bollywood আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এটি হিন্দি চলচ্চিত্র জগতের ব্যঙ্গাত্মক উপস্থাপনা। সিরিজটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন লক্ষ্যা ও সহর বম্বা। এছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুযয়েল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি এবং গৌতামী কাপুর।

আরিয়ান খানের এই পরিচালনায় অভিষেককে ঘিরে বলিউডে এখন প্রবল উত্তেজনা। শাহরুখ খানের পরিবারের এই বিশেষ মুহূর্ত শুধু ফ্যানদেরই নয়, সমগ্র ইন্ডাস্ট্রির নজর কেড়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিরিজটি বলিউডের গ্ল্যামার, অন্তর্দ্বন্দ্ব এবং অজানা দিকগুলোকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে চলেছে।
