ইউটিউবে নতুন চ্যানেল সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁসলের

নাতনির উদ্যোগে ইউটিউবে চ্যানেল খুললেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। নাতনি জানিয়াই নিজ দায়িত্বে সেরেছে সব প্রযুক্তিগত কাজ। সঙ্গীত সম্রাজ্ঞীর মতে, লকডাউনের জেরে আর সবার মতো তিনিও গৃহবন্দি।

May 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নাতনির উদ্যোগে ইউটিউবে চ্যানেল খুললেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। নাতনি জানিয়াই নিজ দায়িত্বে সেরেছে সব প্রযুক্তিগত কাজ। সঙ্গীত সম্রাজ্ঞীর মতে, লকডাউনের জেরে আর সবার মতো তিনিও গৃহবন্দি। 

নেট স্যাভি নাতি নাতনিদের কান্ডকারখানা দেখেই সময় কেটে যাচ্ছে। তাদের কারনেই নতুন জগতের রাস্তা খুলেছে আশাজির কাছে।

ইউটিউবে নতুন চ্যানেল সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁসলের

ইতিমধ্যেই নতুন চ্যানেলে ভিডিও পোস্ট করেছেন তিনি। রবিশঙ্করকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতেই গান গেয়েছেন এই ভিডিওতে। তিনি এও জানিয়েছেন গান ছাড়াও এখানে নিজের ভাবনা চিন্তা ভাগ করে নিতে চান নিজের প্রিয় দর্শকদের সাথে। 

তিনি আরো জানান, পুরনো সময় আঁকড়ে ধরে থাকার মানুষ তিনি নন। তাই পুরনো দিনের গানের সাথে সাথেই তিনি নতুন সুর নিয়েও কাজ করতে চান। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen