Ashes 2023: তৃতীয় টেস্টে ৩ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে সিরিজ ১-২ ব্যবধানে জিইয়ে রেখেছে ইংল্যান্ড ।

July 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার লিডসের হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে সিরিজ ১-২ ব্যবধানে জিইয়ে রেখেছে ইংল্যান্ড ।

চতুর্থ দিনে ২২৪ রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ডেকে কঠিন লড়াই করতে হয়েছিল। কারণ মিচেল স্টার্ক পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ক্রমাগত চাপের মধ্যে রেখেছিলেন।

হেডিংলিতে প্রথম থেকেই দাপট দেখিয়েছেন দুই দলের বোলাররা। টসে জিতে বোলিং নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মার্ক উড প্রথম দিনেই উসমান খোয়াজা, অ্যালেক্স কেরি-সহ পাঁচজন অজি ব্যাটারকে আউট করেন। প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অজিরা।

হ্যারি ব্রুকের দুর্দান্ত ৯৩ বলে ৭৫ রান এবং টেলেন্ডার মার্ক উডের দুর্দান্ত লড়াই ইংল্যান্ডকে নাটকীয় জয় এনেদিয়েছিল। অধিনায়ক বেন স্টোকস এবং ক্রিস ওকসের সাথে গুরুত্বপূর্ণ জুটির সাথে সমানে লড়ে গেছেন হ্যারি। তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজের লড়াই আরও জমে গেল বলে মনে করছে ক্রিকেটপ্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen